এই গল্প শামীম হুসাইনের। অন্য অনেকের মতোই এক বুক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে রাজধানী ঢাকায় পা রাখে সে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই কোম্পানির উচ্চপর্যায়ে পৌঁছায় সে। তখনই জীবনের এক নতুন উপলব্ধির সামনে দাঁড়ায় শামীম। নতুন স্বপ্ন পূরণের লক্ষ্যে সব ছেড়ে গ্রামে ফিরে যায় সে। তাঁর নতুন স্বপ্ন সমাজ পরিবর্তন করা। হাজারো তরুণ-তরুণীর জীবনে সুন্দরভাবে গড়ে দেওয়ার মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে যায় শামীম। তবে আরও অনেক স্বপ্ন আছে তার। সেই সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তার নিজের দেশ।
শামীম কি পারবে সব স্বপ্ন পুরণ করতে?