২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পরে এই উপন্যাস লিখি। প্রেম-সর্ম্পক, পরকীয়া, দাম্পত্য, শৈশব, স্বপ্ন-আকাঙ্খা, ক্যাম্পাস রাজনীতি, জাতীয় রাজনীতি অর্থাৎ জীবনের ধরা ও অধরা নানা অধ্যায় ও উপাধ্যায় এই উপন্যাসের বিষয়বস্তু হিসেবে এসেছে। জীবন আর উপন্যাস মূলত সমার্থক। জীবনকে যেমন কোনো একক শিরোনামে আটকানো যায় না, উপন্যাসও তেমনি একক কোনো নামে ধরা যায় না। তবু কোনো একটি নাম থাকা রেওয়াজ। সেই রেওয়াজ মেনে উপন্যাসটির নাম দিয়েছি ‘সর্বনামে ডাকি’। যেহেতু এই উপন্যাসে সকল রাষ্ট্রীয় তথা রাজনৈতিক মারপ্যাচের মধ্যেও কাহিনির মূলে অন্তঃসলিলা স্রোতের মতো বহমান মানব-মানবীর হৃদয়ের অব্যাখ্যাত আবেগের সুক্ষ্ম কারসাজি যাকে আমরা প্রেম নামে চিনি, তাই এমন নামকরণকেই যথাযথ মনে করেছি। আমার এই ‘মনে করা’ যথাযথ হয়েছে কিনা তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিবেন পাঠক। পাঠকের সিদ্ধান্তই চূড়ান্ত ।
২০১৮ সাল ছিল আওয়ামী লীগের শাসনামল। তখন আওয়ামী লীগের শাসনামলকে সমালোচনা করে কোনো লেখালেখি ততটা সহজ ছিল না। ফলে সেই সময়ের প্রেক্ষিতে এই কাজকে সাহসী কাজ হিসেবেই আমার মনে হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরে এই উপন্যাস প্রকাশিত হলেও ২০১৮ সালের লেখার পরে আর কোনো সম্পাদনা করা হয়নি।
উপন্যাসটি পাঠকপ্রিয়তা পেলেই এর সার্থকতা।
ইকতিজা আহসান
খিলগাঁও, ঢাকা